সাংস্কৃতিক প্রতিবেদক : সিলেটে তৌকির আহমেদ পরিচালিত মহান ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’ প্রদর্শিত হচ্ছে।
কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট চলচ্চিত্র সংসদের উদ্যোগে বৃহস্পতিবার বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এ চলচ্চিত্রের তিন দিনব্যাপী প্রদর্শনী শুরু হয়েছে।
প্রদর্শনী প্রতিদিন বিকেল ৩টায়, বিকেল ৫টা ৪৫ মিনিটে ও রাত ৮টা ১৫ মিনিটে। এছাড়া শিক্ষার্থীদের জন্যে শুক্রবার ও শনিবার সকাল ১১টায় বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে।
প্রদর্শনী উপলক্ষে বুধবার বিকেলে কবি নজরুল অডিটোরিয়ামে চলচ্চিত্রকার তৌকির আহমেদের উপস্থিতিতে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সিলেট চলচ্চিত্র সংসদের কর্ণধার এনামুল মুনীরের উপস্থাপনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ, সাংস্কৃতিক সংগঠক শামসুল বাসিত শেরো ও প্রিন্স সদরুজ্জামান চৌধুরী।
Leave a Reply