নিজস্ব প্রতিবেদক : সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে চতুর্থবার আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। শাহী ইদগা এলাকায় সদর উপজেলা মাঠে ২২ ডিসেম্বর অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এর উদ্বোধন করবেন।
বুধবার দুপুরে এসএমসিসিআইর সম্মেলন কক্ষে আহুত সংবাদ সম্মেলনে এ তথা জানানো হয়। এতে বক্তব্য রাখেন, আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুল জব্বার জলিল। এসময় সংগঠনের সভাপতি হাসিন আহমদ, সহ সভাপতি হুরায়রা ইফতার হোসেন, পরিচালক কফিলুর রহমান ও মাহবুবুর রহমান, সাবেক পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল ও তাহমিন আহমদ এবং মেলা সমন্বয়কারী এম এ মঈন খান বাবলু উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশীয় পণ্যের প্রচার, প্রসার, গুণগত মান যাচাই এবং উদ্যোক্তাদের আরো উৎসাহিত করা সহ নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশ, ভারত, ইরান, চীন, পাকিস্তান ও থাইল্যান্ডের ২২৫ থেকে ২৫০টি প্রতিষ্ঠান অংশ নেবে। থাকবে নামাজ ও শিশুদের বিনোদন ব্যবস্থা এবং মিডিয়া কর্নার। পাশাপাশি সিসি ক্যামেরা সহ কঠোর নিরাপত্তা ব্যবস্থাও থাকবে।
সমাপনী দিনে র্যাফেল ড্রর মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার দেয়া হবে বলে সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়।
Leave a Reply