নিজস্ব প্রতিবেদক : ‘মিলনের মোহনায় স্মৃতির ক্যাম্পাস’ এ প্রতিপাদ্য নিয়ে সিলেটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাবের উদ্যোগে শুক্রবার মহানগরীর উপকণ্ঠে এডভেঞ্চার ওয়ার্ল্ডে দিনব্যাপী আনন্দমুখর পরিবেশে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এর উদ্বোধন করেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড গোলাম শাহী আলম। এ সময় সাংগঠনিক পতাকা উত্তোলন করেন, সংগঠনের সভাপতি ড আবুল ফতেহ ফাত্তাহ। এছাড়া শ্বেতকপোতও উড়ানো হয়।
এ সময় অন্যদের মধ্যে কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান ও জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশা সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply