নিজস্ব প্রতিবেদক : ‘মিলনের মোহনায় স্মৃতির ক্যাম্পাস’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে শুক্রবার দিনব্যাপী আনন্দ অনুষ্ঠানের মধ্য দিয়ে সিলেট মহানগরীর উপকণ্ঠে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
এর আয়োজন করছে চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব, সিলেট। পুনর্মিলনী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে মহানগরীতে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
আনন্দ শোভাযাত্রাটি মহানগরীর আলী আমজদের ঘড়িঘর প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে গিয়ে শেষ হয়।
Leave a Reply