নিজস্ব প্রতিবেদক : ‘মিলনের মোহনায় স্মৃতির ক্যাম্পাস’ স্লোগানকে সামনে রেখে চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব সিলেটের দ্বিতীয় পুনর্মিলনী শুক্রবার মহানগরীর উপকণ্ঠে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এ পুনর্মিলনী উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৩টায় আয়োজন করা হবে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার, যা ঐতিহ্যবাহী আলী আমজদের ঘড়িঘর প্রাঙ্গণ থেকে বের হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে গিয়ে শেষ হবে।
পুনর্মিলনীকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে জিন্দাবাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। এতে পুনর্মিলনী উদযাপন পর্ষদের প্রচার উপ কমিটির আহ্বায়ক লিয়াকত শাহ ফরিদী আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি জানান, পুনর্মিলনীতে প্রধান অতিথি থাকবেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উদ্বোধন করবেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড ইফতেখার উদ্দিন চৌধুরী। প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে অংশগ্রহণকারীর সংখ্যা ২ হাজারে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন, চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব সিলেটের সভাপতি অধ্যক্ষ ড আবুল ফতেহ ফাত্তাহ, পুনর্মিলনী উদযাপন পর্ষদের আহ্বায়ক নাজমুল হক ও সদস্য সচিব এটিএম সোয়েব।
এসময় আরো উপস্থিত ছিলেন, আব্দুল হান্নান সেলিম, অধ্যাপক সাব্বির আহমদ, আমিনুল ইসলাম লিটন, সেতাব উদ্দিন খান, অধ্যাপক দেবাশীষ দেব, ইমতিয়াজ আহমদ বুলবুল, বদরুল ইসলাম শোয়েব, হুমায়ূন কবীর, হিমাংশু রঞ্জন দাস, অধ্যাপক আব্দুল জলিল, হারুনুর রশীদ প্রমুখ।
Leave a Reply