সিলেটে গোয়েন্দা পুলিশের অভিযানে ভারতীয় ‘তীর’ নামক জুয়া খেলার সময় তিন জুয়ারিকে আটক করা হয়েছে।
সোমবার বিকেল ৩টা ৫০ মিনিটে গোয়ইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের তামাবিল পয়েন্ট হতে তাদের আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আল মামুন। তার সাথে ছিলেন এসআই মো মশিউর রহমান, এএসআই আনোয়ার হোসেন পাটোয়ারী সহ পুলিশের একটি দল।
আটককৃত মো আব্দুল মোতালেব গোয়াইঘাট উপজেলার কালিনগর গ্রামের মো শফিউল্লার ছেলে, ইমদাদুল হক হবিগঞ্জের বানিয়াচং থানার নন্দীপাড়া গ্রামের মৃত মনসুর মিয়ার ছেলে ও বাবুল বিশ্বাস গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ বাঘা গ্রামের মৃত নরেন্দ্র বিশ্বাসের ছেলে।
এ সময় তাদের কাছ থেকে ‘তীর’ খেলার বিভিন্ন কাগজপত্র, ১টি মোবাইল হ্যান্ডসেট ও নগদ ৩ হাজার একশ টাকা উদ্ধার করা হয়।
পরে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো সালাহউদ্দিন ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকেই ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
Leave a Reply