হবিগঞ্জ প্রতিনিধি : সিলেট এম সি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণ মামলার ২ নম্বর আসামি মাহবুবুর রহমান রনি ও ৫ নম্বর আসামি রবিউল হাসান হবিগঞ্জে গ্রেফতার হয়েছে।
রবিবার রাত ১০টার দিকে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের নিজগ্রাম থেকে রবিউল হাসানকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গ্রেফতার করে। তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ শহরের হাসপাতাল এলাকা থেকে মাহবুবুর রহমান রনিকে র্যাব-৯ গ্রেফতার করে। তার চাচা নজির আলীর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এছাড়া সকালে মাধবপুর উপজেলার মনতলা থেকে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ মামলার অন্য আসামি অর্জুন লস্করকে গ্রেফতার করে।
অন্যদিকে সকালে সুনামগঞ্জের ছাতক থানা পুলিশ প্রধান আসামি সাইফুর রহমানকে গ্রেফতার করে।
এ নিয়ে মামলার চার আসামি গ্রেফতার হলো।
Leave a Reply