তাহিরপুর প্রতিনিধি : সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুশাসনের জন্য নাগরিক-সুজন তাহিরপুর উপজেলা শাখা মানববন্ধন করেছে।
মঙ্গলবার বিকেলে তাহিরপুর পূর্ব বাজারে এ কর্মসূচি পালন করা হয়। এসময় সংগঠনের উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো হুসাইন শরীফ বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহ সভাপতি মুজিবুর রহমান, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান, নূরুল হুদা, দফতর সম্পাদক রমজান আলী, প্রচার সম্পাদক পাখিরুল, শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ শাহীন, মানবাধিকার কমিশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক নূরুল হক মাস্টার ও তাহিরপুর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ।
আরও উপস্থিত ছিলেন, সুজনের সদস্য সোহানূর রহমান সোহাগ, তোজাম্মেল হক নাসরুম, তৌফিকুর রহমান তৌফিক, নূর মোহাম্মদ, ইউছুফ আলী, শফিকুল হক ও আতিকুর রহমান আতিক।
Leave a Reply