নিজস্ব প্রতিবেদক : শোকের মাস আগস্ট উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা আরমান আহমেদ শিপলুর উদ্যোগে গাছের চারা ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের প্রয়াত মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের বাসভবনে সিলেটের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের হাতে ৫ শতাধিক গাছের চারা ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় এলাকার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গাছের চারা ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ শেষে পনেরো আগস্ট ও একুশে আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply