সিলেট জেলা বিএনপি ‘সরকার দলীয় সংগঠনের নেতাকর্মীদের ঈদুল আজহাকে সামনে রেখে মহানগরীর বিভিন্ন স্থানে বৈধ গরুর হাটের ইজারাদের উৎখাত করে হাট দখল, ট্রাক আটকে নিজেদের ইচ্ছামত জায়গায় গরু বিক্রি করতে বাধ্য করা ও অরাজকতা সৃষ্টির’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
রবিবার এক বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ এক যুক্ত বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অবৈধ গরুর হাট উৎখাত ও বৈধ ইজারাদের হাতে হাটের দখল বুঝিয়ে দেয়ার জোর দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গরুর হাট নিয়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের অরাজকতা ও গুণ্ডামির ঘটনায় সিলেটবাসী বিস্মিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিরোধী মতের নেতাকর্মীদের দমনে সর্বশক্তি নিয়োগ করলেও সরকার দলীয় সন্ত্রাসী চাঁদাবাজদের দমনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সরকার দলীয় নেতাকর্মীরা সিলেটের ইতিহাসের সহনশীলতার রেকর্ড ইতোমধ্যে ভঙ্গ করেছেন। তাদের হাত থেকে কেউ রেহাই পাচ্ছেন না। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে সিলেটে গরু নিয়ে আসতে ব্যাবসায়ীরা উৎসাহ পাবেনা। তাই অবিলম্বে গরুর হাটে অরাজকতা বন্ধ করুন এবং ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করুন।’
Leave a Reply