পঁচিশে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শহীদ পুলিশদের স্মরণে প্রথমবারের মতো সিলেট জেলা পুলিশ লাইন্সের ‘স্মৃতি-৭১’ এ পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
সোমবার, ২৫ মার্চ (১১ চৈত্র) রাত সাড়ে ১১টায় ভাবগম্ভীর পরিবেশে শহীদ পুলিশ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম-সেবা, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো জাকির হোসেন খান, পিপিএম-সেবা ও সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, পিপিএম-সেবা।
পরে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এতে অংশগ্রহণ করেন সিলেট রেঞ্জ সদরের পুলিশ ইউনিটের ইউনিট প্রধান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও অন্যান্য পেশার নেতৃবৃন্দ। তথ্য বিবরণী
Leave a Reply