নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান-র্যাব ৯ সিলেটে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে।
সিলেটে কিছুদিন আগে ভাল কোম্পানিতে চাকরি ও বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে দীর্ঘদিন আটকে রেখে গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় সিলেট কোতয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হলে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এর পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিলেটের একটি আভিযানিক দল মঙ্গলবার, ২ এপ্রিল (১৯ চৈত্র) রাত আনুমানিক সোয়া ২টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এই গণধর্ষণ মামলার প্রধান আসামি সিলেট মহানগরীর লালদিঘিরপাড় এলাকার আব্দুস সালামকে (৪০) গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব-৯ জানায়, মামলার এজাহারে উল্লেখ রয়েছে, অভিযোগকারী তরুণী মহানগরীর শেখঘাট এলাকায় একটি বোতল কারখানায় কাজ করতেন। গত ৭ জানুয়ারি পরিবারের সদস্যরা তাকে বাসায় একা রেখে গ্রামের বাড়িতে বেড়াতে গেলে একই এলাকার রেখা বেগম তাকে ভাল কাজ পাইয়ে দেওয়ার কথা বলে আব্দুস সালামের বাসায় নিয়ে যায়। এরপর আসামি আব্দুস সালাম তরুণীকে তার বাসায় আটকে রেখে টানা ২২ দিন জোরপূর্বক ধর্ষণ করে।
অন্যদিকে তরুণীর পরিবারের সদস্যরা গ্রাম থেকে ফিরে তাকে বাসায় না পেয়ে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেন; কিন্তু পেতে ব্যর্থ হয়ে থানায় জিডি করতে চাইলে আব্দুস সালাম তাদেরকে তাতে নিষেধ করে এবং তরুণীকে খুঁজে দিবে বলে আশ্বস্ত করে। পরবর্তী সময়ে আব্দুস সালাম এসে পরিবারকে জানায়, তাদের মেয়েকে এক লন্ডন প্রবাসীর বাসা থেকে উদ্ধার করা হয়েছে; কিন্তু তরুণী ধর্ষিত হওয়ার বিষয়টি প্রকাশ করে দেয়। আব্দুস সালাম তখন তাকে বিয়ে ও ভাল কোম্পানিতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে পরিস্থিতি সামাল দিয়ে দেয়।
এর ৩ দিন পর আব্দুস সালাম ভাল কোম্পানিতে চাকরি ও বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে নিয়ে গিয়ে আব্দুল মনাফ (৩০) নামের একজনের মাধ্যমে হবিগঞ্জের বাহুবলে পাঠিয়ে দেয়। সেখানে আনুমানিক ২ মাস তরুণীকে আটকে রেখে আব্দুস সালাম ও তার অন্যান্য সহযোগী তাকে বিভিন্ন সময়ে জোরপূর্বক ধর্ষণ করে।
গত ২৬ মার্চ এক আত্মীয়ের মাধ্যমে তরুণীকে উদ্ধার করে গুরুতর অসুস্থ অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় তরুণীর মা বাদি হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি দিয়ে সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন।
র্যাব-৯ আরও জানায়, এই গণধর্ষণের ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিকে গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply