নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ ৩০ ডিসেম্বরকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ও গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে দেশব্যাপী উদযাপন করেছে।
এ উপলক্ষে সোমবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তন থেকে বিশাল আনন্দ মিছিল বের করা হয়।
আনন্দ মিছিলটি মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে গিয়ে শেষ হয়।
আনন্দ মিছিলে অংশ নেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কার্যনির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও সাবেক জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
আনন্দ মিছিল শেষে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সহ দেশের নিবন্ধিত সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করে; কিন্তু বাংলাদেশের মানুষের বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে অব্যাহত উন্নয়নের পক্ষেই ঐতিহাসিক রায় দেয়।
নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা প্রতিষ্ঠার অঙ্গীকার করেন।
Leave a Reply