সিলেটে গণতন্ত্রী পার্টির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৫টায় মহানগরীর তালতলায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী। সভাপতিত্ব করেন জেলা সহ সভাপতি বিপুল বিহারী দে। বক্তব্য রাখেন জেলা সহ সভাপতি আব্দুল কুদ্দুছ সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গুলজার আহমদ, নাজিম উদ্দিন আহমদ, সমাজসেবা সম্পাদক আজিজুর রহমান খোকন, দুলাল আহমদ ও শংকর ঘোষ। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো আরিফ মিয়া।
সভার শুরুতে গণতন্ত্রী পার্টির জেলা কৃষি ও ক্ষেতমুজুর সম্পাদক মো খলিলুর রহমানের স্ত্রী ও জাসদ জেলা কমিটির সভাপতি কলমদর আলীর মায়ের মৃত্যুতে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং শোকহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
Leave a Reply