আলেম-উলামাদের অবমাননা, ধর্মীয় মাহফিলে বাধা প্রদান ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হকের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট মহানগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে খেলাফত মজলিস জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়।
পরে দলের মহানগর শাখার সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহর সভাপতিত্বে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমান ও মহানগর সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলমের যৌথ পরিচালনায় এক সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়বে আমির মাওলানা রেজাউল করিম জালালী। বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সামীউর রহমান মুসা।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রেজাউল করিম জালালী বলেন, ওয়াজ মাহফিলে বাধা প্রদান বরদাশত করা হবে না।
বিশেষ অতিথি যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ আলেম-উলামাদের বিরুদ্ধে অবস্থানকারীদের প্রতিহত করার আহ্বান জানান।
বিশেষ অতিথি কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সামীউর রহমান মুসা বলেন, মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে সকল প্রকার অপপ্রচার ও ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ না করলে তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, দলের জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইন, সহ সভাপতি অধ্যক্ষ জাহিদ উদ্দিন চৌধুরী, মাওলানা আব্দুল কাইয়ূম, মাওলানা আব্দুল মালিক, মাওলানা আব্দুল মান্নান জালালাবাদী, ক্বারী উবায়দুর রহমান, মহানগর সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ূম, সাবেক সহ সভাপতি মাওলানা সৈয়দ নূরুদ্দীন আহমদ শাহজাহান, সহ সাধারণ সম্পাদক মো আব্দুল গাফফার, মাওলানা আব্দুল আহাদ প্রমুখ।
Leave a Reply