‘করোনা’ ভাইরাস সংক্রমণের আশঙ্কায় ঘরবন্দি মানুষের মাঝে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি খাদ্যসামগ্রী বিতরণ করলেন।
বৃহস্পতিবার মহানগরীর ৪ নম্বর ওয়ার্ডের আম্বরখানা সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাদ্যসামগ্রী ছাড়াও তিনি নগদ অর্থ বিতরণ করেন।
আলম খান মুক্তি এই ত্রাণতৎপরতায় সহযোগিতার জন্যে যুক্তরাজ্য কমিউনিটি নেতা লুৎফুর মিয়াকে ধন্যবাদ জানান।
একাজে সহায়তা করেন, কয়েছ মিয়া, সাহেল মিয়া, রিয়াজ মিয়া, রূপম আহমদ, এমদাদ হোসেন ইমু, সাকারিয়ার হোসেন সাকির, আকিল আহমদ, আমিনুল ইসলাম আমিন, কায়েছ আহমদ জনি, হানিফ খান, অনুজ তালুকদার, উজ্জ্বল আহমদ, রুবেল আহমদ ও তানভীর হোসেন তুহিন।
Leave a Reply