‘শীতার্তদের পাশে বাংলাদেশ গ্রাম থিয়েটার’ এ স্লোগান নিয়ে সিলেটের ৮টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১শ ১০টি পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ গ্রাম থিয়েটার সিলেট বিভাগ মঙ্গলবার মহানগরীর বালুচর নয়াবাজার চন্দনটিলায় এই কম্বল বিতরণ করে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটার সিলেট বিভাগের সমন্বয়ক রজত কান্তি গুপ্ত, বাংলাদেশ গ্রাম থিয়েটার এম এ জি ওসমানী অঞ্চল সিলেটের সমন্বয়ক সৈয়দ সাইমূম আনজুম ইভান, থিয়েটার বাংলার সভাপতি তাজুদ মিয়া কামালী, সহসভাপতি মোর্শেদ তালুকদার নির্ঝর, মৃত্তিকায় মহাকাল সদস্য রুবেল আহমেদ, মোহিত বিশ্বাস প্রমুখ।
ওরাও, হাজং, মুণ্ডা, মাল, বাড়াইক, গোয়ালা, উড়িষ্যা দাস ও ভূমিজ সহ প্রতিবেশি দরিদ্র বাঙাণি সম্প্রদায়ের মধ্যে এই কম্বলগুলো বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের এ কম্বলগুলো প্রদানে সহোযোগিতা করে সিলেট জেলা প্রশাসন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply