সাংস্কৃতিক প্রতিবেদক : সিলেটে ক্যাম্পাস থিয়েটার আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় নাট্যকর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উদ্যোক্তা সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘দেশব্যাপী নাট্যকর্মশালা ও সাংগঠনিক শিল্পযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কর্মশালার উদ্বোধন পর্বে প্রধান অতিথি ছিলেন সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ আবুল আনাম মো রিয়াজ। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভাগীয় সমন্বয়কারী শামসুল আলম সেলিম ও সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এবং প্রশিক্ষক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের প্রধান আল জাবির ও ক্যাম্পাস থিয়েটার আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিব তাড়াশি। সভাপতিত্ব করেন, উদ্যোক্তা সংগঠনের সিলেট জেলা সংসদের সভাপতি মোহাম্মদ বিলাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক অসিত বরণ দাশ গুপ্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্কৃতিকর্মী পল্লবী দাস মৌ।
Leave a Reply