নিজস্ব প্রতিবেদক : সিলেটে প্রবাসী স্বেচ্ছাসেবী সংগঠন কমিউনিটি এগেইনস্ট পোবার্টি ফাউন্ডেশন-ক্যাপের উদ্যোগে প্রতিষ্ঠিত মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মহানগরীর বাগবাড়ীতে এই প্রতিষ্ঠানের উদ্বোধন করেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড এ কে এম আব্দুল মোমেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের ক্যামডেন সিটি মেয়র নাদিয়া শাহ, কাউন্সিলর সারাহ হায়উড, সীমান্তিকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড আহমদ আল কবির, ক্যাপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল নূর ও মহিলা গ্রুপের প্রধান পলি ইসলাম।
উদ্যোক্তারা জানান, বাংলাদেশের প্রায় ১২ ভাগ মানুষ বিভিন্ন মানসিক রোগে ভুগছে। তাদের স্বাস্থ্যসেবা দেয়ায় লক্ষ্যে বাংলাদেশে এই কার্যক্রম শুরু করেছে ক্যাপ ফাউন্ডেশন। পর্যায়ক্রমে পুরো দেশে এই কার্যক্রম পরিচালনা করা হবে।
Leave a Reply