নিজস্ব প্রতিবেদক : সিলেটে আয়োজিত ৬ দিনব্যাপী ক্যান্সার বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন মঙ্গলবার শেষ হয়েছে।
মহানগরীর একটি অভিজাত হোটেলে আয়াত এডুকেশন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, আমেরিকার ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল ও বোস্টনের সিমেন্স কলেজ যৌথভাবে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ক্যান্সার এন্ড পেলিয়েটিভ কেয়ার’ শীর্ষক এই আয়োজন করে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন, হাভার্ড ইউনির্ভাসিটির সহযোগী অধ্যাপক ডা বিমলাংশু দে, আয়াত এডুকেশনের চেয়ারম্যান তাহসিন আমান, প্রধান পৃষ্ঠপোষক নুসরাত আমান ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাহবুবুল হক।
এই আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের পাশাপাশি হাভার্ড ইউনির্ভাসিটির হাভার্ড মেডিকেল স্কুলের স্ত্রীরোগ ও প্রজনন বিশেষজ্ঞ অধ্যাপক ডা এ কে গুডম্যান ও সহযোগী অধ্যাপক ডা বিমলাংশু দে সিলেটের বিভিন্ন হাসপাতালে ক্যান্সার রোগী দেখেন এবং কয়েকটি অপারেশন করেন।
Leave a Reply