নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, এবার পবিত্র ঈদুল আযহায় পশু কোরবানির ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে মহানগরীর সকল বর্জ্য অপসারণ করা হবে।
রবিবার দুপুরে ঐতিহাসিক শাহী ঈদগা ময়দান পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। মেয়র এ ব্যাপারে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
তিনি জানান, এবার মহানগরীতে পশু কোরবানির জন্য ৩০টি স্থান নির্ধারণ করা হয়েছে। দ্রুত বর্জ্য অপসারণের জন্যে নিয়োগ করা হয়েছে অতিরিক্ত পরিচ্ছন্নতাকর্মী। এছাড়া তিনি ও সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মাঠ পর্যায়ে তদারকিতে থাকবেন।
আরিফুল হক চৌধুরী আরো জানান, ডেঙ্গু সংক্রমণ নিরোধে এবার নালা-নর্দমা ও ছড়ায় যাতে রক্ত ও বর্জ্য ছড়িয়ে না পড়ে সেদিকে বিশেষ নজরদারি করা হবে।
Leave a Reply