ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের যৌথ উদ্যোগে এবং কে স্পোর্টসের পৃষ্ঠপোষকতায় আয়োজিত স্কুল ফুটবল লীগের দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে।
বুধবার বিকেলে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের শেষদিনের প্রথম খেলায় রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় টাউব্রেকারে ৩-১ গোলে দুর্গাপুর উচ্চ বিদ্যালয় ও কলেজকে এবং দ্বিতীয় খেলায় ঢাকাদক্ষিণ উচ্চ বিদ্যালয় ও কলেজ ১-০ গোলে ঈদগাবাজার উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।
বৃহস্পতিবার দুপুর ২টায় কোয়ার্টার ফাইনালের প্রথম খেলা ও বিকেল ৩টায় দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে।
Leave a Reply