ক্রীড়াঙ্গন প্রতিবেদক : কে স্পোর্টসের পৃষ্ঠপোষকতায় প্রথমবার সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত স্কুল ফুটবল লীগে সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
রবিবার বিকেল ৩টায় জেলা স্টেডিয়ামে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় ২-০ গোলে ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজকে পরাজিত করে।
গোল দুটি করেন, চ্যাম্পিয়ন দলের সালেহ আহমদ ও আহমদ আলী। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন একই দলের আহমদ আলী। জেলার ২০টি স্কুল ফুটবল দল লীগে অংশ নিয়েছিল।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগহীয় কমিশনার মৃণাল কান্তি দেব। সভাপতিত্ব করেন, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহিউদ্দিন আহমদ সেলিম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাহী সদস্য বিজিত চৌধুরী ও মারিয়ান চৌধুরী মাম্মী।
সিলটিভি খেলাটি মাহা ফ্যাশন হাউসের সৌজন্যে সরাসরি সম্প্রচার করে।
Leave a Reply