ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় কে স্পোর্টস প্রথম বিভাগ ফুটবল লীগ শুরু হয়েছে।
সোমবার বিকেলে জেলা স্টেডিয়ামে এর উদ্বোধন করেন, জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এম কাজী এমদাদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মনিরুজ্জামান। প্রথম বিভাগ ফুটবল লীগ সভাপতি বিজিত চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।
উদ্বোধনী খেলায় কাজিটুলা ওয়েলফেয়ার সোসাইটি ১-০ গোলে শাহ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। তবে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও জালালাবাদ ক্লাবের মধ্যকার খেলাটি ১-১ গোলে ড্র হয়।
Leave a Reply