ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে ও কে স্পোর্টসের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো স্কুল ফুটবল লীগ শুরু হয়েছে।
শনিবার বিকেলে জেলা স্টেডিয়ামে এর উদ্বোধন করেন, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি পুলিশ সুপার মনিরুজ্জামান।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য বিজিত চৌধুরী।
উদ্বোধনী খেলায় ফেঞ্চুগঞ্জের দনারাম উচ্চ বিদ্যালয় ১-০ গোলে দি এইডেড হাই স্কুল সিলেটকে পরাজিত করে।
Leave a Reply