দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এসসিসিআই ও ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-বিবিসিসিআই নেতৃবৃন্দের এক ভার্চুয়াল সভায় সিলেটে কৃষি, পর্যটন ও শিল্প খাতে বিনিয়োগের জন্য প্রবাসীদের প্রতি আহবান জানানো হয়েছে।
সোমবার বিকেলে অনুষ্ঠিত এই ভার্চুয়াল সভা সঞ্চালনা করেন, বিবিসিসিআইর সভাপতি বশির আহমদ।
এতে সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো শোয়েব বলেন, প্রবাসীরা বাংলাদেশের জন্য আশীর্বাদ। তাদের প্রেরিত রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। প্রবাসীদের সম্পদ ও বিনিয়োগের নিরাপত্তা দিতে বাংলাদেশ পুলিশ নতুন একটি উইং চালু করেছে। বেশিরভাগ ক্ষেত্রে ঘনিষ্ঠজনরাই প্রবাসীদের সঙ্গে প্রতারণা করে থাকেন। তাই এ ব্যাপারে তাদেরকে সজাগ থাকতে হবে।
তিনি সিলেটে কৃষি খাতে বিনিয়োগের জন্য প্রবাসীদের প্রতি আহবান জানিয়ে বলেন, সিলেটে চাহিদা অনুযায়ী কৃষিপণ্য উৎপাদিত হয় না। দেশের অন্যান্য এলাকা থেকে এখানে শাক-সবজি ও ফলমূল এসে থাকে। কৃষি খাতে বিনিয়োগ করে প্রবাসীরা লাভবান হতে পারেন।
এসসিসিআই সভাপতি আরো বলেন, প্রতিবছর সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অনেক গ্র্যাজুয়েট বের হচ্ছে ; কিন্তু পর্যাপ্ত চাকরির সুযোগ না থাকায় তাদেরকে কাজে লাগানো যাচ্ছেনা। প্রবাসীরা দেশে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে এই গ্র্যাজুয়েটদের কাজে লাগাতে পারেন।
তিনি উল্লেখ করেন, প্রবাসীদের সুবিধার্থে সিলেট চেম্বারের দাবির পরিপ্রেক্ষিতে সিলেট-লন্ডন-সিলেট রুটে বিমানের সরাসরি ফ্লাইট পুনরায় চালু হয়েছে, যা বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
তিনি সিলেটের কোম্পানীগঞ্জে নির্মিত বঙ্গবন্ধু হাইটেক পার্ক ও সিলেট ইকোনমিক জোনে বিনিয়োগের জন্য প্রবাসীদের প্রতি আহবান জানান।
বিবিসিসিআইর সভাপতি বশির আহমদ বলেন, বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসারে সিলেট চেম্বার ও বৃটিশ বাংলাদেশ চেম্বার দীর্ঘদিন যাবৎ একত্রে কাজ করে যাচ্ছে। নতুন প্রজন্মের প্রবাসীদের দেশের প্রতি উদ্বুদ্ধ করতে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, প্রবাসীদেরকে অবশ্যই দেশে বিনিয়োগে এগিয়ে আসতে হবে। যদি চাইনিজরা বাংলাদেশে বিনিয়োগ করতে পারে, তবে প্রবাসীরা কেন পারবেন না।
তিনি জানান, যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। এক্ষেত্রে তাদেরকে পর্যাপ্ত সুযোগ সুবিধা ও নিরাপত্তা দিতে হবে।
বশির আহমদ বিনিয়োগকারীদের সুবিধার্থে প্রাতিষ্ঠানিক সেবার ক্ষেত্রে ওয়ানস্টপ সার্ভিস চালু ও বিনিয়োগের ক্ষেত্রে বিরাজমান প্রতিবন্ধকতা সমূহ দূর করার দাবি জানান।
অন্যান্য বক্তা দেশে বিনিয়েগের ক্ষেত্রে প্রবাসীদের সার্বিক নিরাপত্তা বিধানের প্রতি গুরুত্ব আরোপ করেন এবং পর্যটন খাতে বিনিয়োগের ক্ষেত্রে আইন-কানুন শিথিল রাখার পরামর্শ দেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিবিসিসিআইর সহ সভাপতি অধ্যাপক সানোয়ার চৌধুরী, পরিচালক সাইদুর রহমান রানু, পরিচালক এ কে আজাদ, আহমেদ উস সামাদ চৌধুরী, মাহতাব মিয়া, শাহগির বখত ফারুক, জাহাঙ্গীর কবির চৌধুরী, মনির আহমদ, ফাইজুর রহমান চৌধুরী, সিলেট চেম্বারের পরিচালক আলিমুল এহছান চৌধুরী প্রমুখ।
Leave a Reply