এপেক্স ক্লাব অব গ্রীণ হিলসের পক্ষ থেকে সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে বীজ সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় মহানগরীর হোটেল গার্ডেন ইন্ প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন মওসুমের উচ্চ ফলনশীল জাতের ধানের বীজ বিতরণ করা হয়।
এপেক্স ক্লাব অব গ্রীণ হিলসের সভাপতি এপেক্সিয়ান কৃষিবিদ এ কে আজাদ ফাহিমের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এপেক্স ক্লাব অব বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান ইলিয়াস জসিম। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় সহসভাপতি এপেক্সিয়ান মাহমুদুল হক সাবু, লাইফ গভর্নর এপেক্সিয়ান আক্তার হোসেন খান, জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান সুজিত কুমার সাহা সুব্রত, জেলা গভর্নর-৪ এপেক্সিয়ান বাবুল মিয়া, জেলা গভর্নর-১ কবির আহমদ, সদ্য অতীত জেলা গভর্নর-৪ এপেক্সিয়ান মো শাহেদুর রহমান শাহেদ, সদ্য অতীত জেলা গভর্নর-২ এপেক্সিয়ান মনিরুল ইসলাম, জাতীয় সচিব এপেক্সিয়ান মীর মোহাম্মদ সেলিম অ্যাডভোকেট ও পিডিজি-৪ এপেক্সিয়ান আহমেদ জাকারিয়া।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply