নিজস্ব প্রতিবেদক : সিলেটে কুশিয়ারা নদীর পানি সব জায়গায়ই কমেছে। অন্যদিকে সুরমা নদীর পানি কানাইঘাটে ৩ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৫৯ সেন্টিামিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে; কিন্তু সিলেটে বিপদসীমার ১৮ সেন্টিমিটার নিচে স্থির হয়ে আছে।
মঙ্গলবার সকাল ৯টায় কুশিয়ারা নদী আমলসিদে বিপদসীমার ৬৩ সেন্টিমিটার, শেওলায় বিপদসীমার ৬২ সেন্টিমিটার ও ফেঞ্চুগঞ্চে বিপদসীমার ১২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
সিলেটে বৃষ্টি কমেছে। উঠেছে রোদ। এতে বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতির সম্ভাবনা রয়েছে।
বন্যা কবলিত এলাকাগুলোতে সরকারি ত্রাণ তৎপরতার পাশাপাশি বেসরকারি উদ্যোগেও ত্রাণ তৎপরতা চলছে।
Leave a Reply