দারুল কেরাত আল মাদানিয়া কুরআন প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশের বার্ষিক ফুজালা সম্মেলন ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমান বোর্ডের সভাপতি, ইসলামিক ফাউন্ডেশন সিলেটের উপপরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম।
দারুল কেরাত আল মাদানিয়া কুরআন প্রশিক্ষণ বোর্ডের মহাপরিচালক মাওলানা হুমায়ুন কবির বাবরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দরগা মাদরাসার মুহাদ্দিস মাওলানা আতাউল হক জালালাবাদী, ফরিদাবাদ মাদরাসার পরিচালক হাফিজ মাওলানা ফখরুজ্জামান, জাতীয় ইমাম সমিতির সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, লিডিং ইউনিভার্সিটির প্রভাষক মাওলানা মামুনুর রশীদ ও মাওলানা তোফায়েল আহমদ ওসমানী।
আঞ্জুমান বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আলীর পরিচালনায় আলোচনা শেষে ৯৪ জন ফাজিলের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোফাস্সির আহমদ, ইসলামী সংগীত পরিবেশন করেন মাশহুদ আহমদ, হেলাল মিয়া ও তারেক আহমদ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply