নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন-র্যাব ৯ সিলেটের আলোচিত কিশোর গ্যাং জিসান গ্রুপের দুই সদস্যকে গ্রেফতার করেছ।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার র্যাব ৯ সিলেট সদর ক্যাম্পের একটি আভিযানিক দল সিলেট মহানগর পুলিশের শাহপরান (র) থানা এলাকা থেকে এ দু’জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলো, শাহপরান (র) থানার আটগাঁও খেওয়া এলাকার হায়দর মিয়ার ছেলে হৃদয় আহমদ (১৯) ও টিকরপাড়া এলাকার বাসিন্দা নিজাম উদ্দিনের ছেলে হিমেল আহমেদ (১৯)।
উল্লেখ্য, সিলেট মহানগরীতে দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং জিসান গ্রুপ চুরি, ছিনতাই, মারামারি ইত্যাদি করছিল।
জিসান নামের একজনের নেতৃত্বে এই কিশোর গ্যাং গ্রুপ অপকর্মের ধারাবাহিকতায় ঘটনার দিন চারজন গোলাপগঞ্জ উপজেলার বাঘা পরগণা বাজার যাওয়ার কথা বলে একটি সিএনজি অটোরিকশায় উঠে; কিন্তু পীরের বাজার এলাকায় পৌঁছে অটো থেকে নেমে তারা স্টিলের একটি চাকু দিয়ে ভয় দেখিয়ে অটোচালকের নিকট থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৫০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়।
অভিযোগ পেয়ে র্যাব ৯ এর একটি গোয়েন্দা দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করে। এই কিশোর গ্যাং গ্রুপের মূল জিসান সহ অন্যদের গ্রেফতারের কার্যক্রম চলমান রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিজেদের অপকর্মের কথা স্বীকার করেছে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ সহ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে শাহ্পরান (র) থানায় হস্তান্তর করা হয়েছে।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply