করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদান ও সহজশর্তে ঋণের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বুধবার সকালে সুবিদবাজারে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন, বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশন সিলেট জেলা শাখার সভাপতি আল-রাইয়ান স্কুলের প্রিন্সিপাল মাওলানা বদরুল আলম, সাধারণ সম্পাদক ঘাসিটুলা জালালাবাদ মডেল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মওদুদ আহমদ, সহ সভাপতি নয়াসড়ক আদর্শ প্রি-ক্যাডেট স্কুলের প্রিন্সিপাল মোহাম্মদ ইশ্রাফিল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নিউ ব্লুবেল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মুহিব উল্লাহ, মাহমুদ হোসেন, রুহেনা আক্তার, কফিল উদ্দিন, ফারজানা আহমদ লাবনী ও মুক্তা রানী ঘোষ সহ জেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
Leave a Reply