সিলেট জেলা পুলিশ লাইনসে শ্রী শ্রী কালী মন্দিরে বার্ষিক কালীপূজা উপলক্ষে অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন পুলিশের অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টর সুভাষ চন্দ্র দাম। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ড আ ক ম আক্তারুজ্জামান বসুনিয়া, আবুল হাসনাত খান, সুজ্ঞান চাকমা, মোহাম্মদ জাবেদুর রহমান, সিনিয়র এএসপি জ্যোতির্ময় সরকার তপু (সদর সার্কেল), ধীরেন্দ্র চন্দ্র মহাপাত্র (উত্তর সার্কেল), মো আমিনুল ইসলাম সরকার (দক্ষিণ সার্কেল), জেলার আরআই আব্দুল আলিম, আরআরআই বিরাজ সরকার, সাব ইন্সপেক্টর বিনয় কুমার চক্রবর্ত্তী, এএসআই বিরাজ তালুকদার, নায়েক পলাশ দে, মিঠুন দাশ, কনস্টেবল জীবন দেব, রিধন রায়, পুলক দেব, জনি দেব, বিকি সিংহ ও হরি পাল। পরিচালনায় ছিলেন জেলা পুলিশ সুপার কার্যালয়ের প্রধান সহকারী কিরন চন্দ্র পাল।
এছাড়া পুলিশ লাইনস কালী মন্দিরের সেবায়েত রূপক আচার্য্য, পূজারী স্বদেশ চক্রবর্ত্তী, ব্যবসায়ী রঞ্জিত বিশ্বাস ও শেখর দাশ সহ মন্দিরের সঙ্গে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Leave a Reply