নিজস্ব প্রতিবেদক : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য সাব্বির হোসেন দুলাল সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার দুপুর পৌণে ১টার দিকে সাব্বির হোসেন দুলাল অসুস্থ হয়ে পড়লে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা যান।
সিলেট কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ ৫০ বছর বয়সী সাব্বির হোসেন দুলালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ২০০৬ সাল থেকে তিনি বিভিন্ন মামলায় কারাবন্দি ছিলেন। সিলেটে তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে।
Leave a Reply