নিজস্ব প্রতিবেদক : সিলেটে কাজীদের নিয়ে বাল্যবিয়ে রোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফের সহযোগিতায় জেলা প্রশাসন এর আয়োজন করে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক রাহাত আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন, ইউনিসেফের সিলেট বিভাগীয় প্রধান দিল আফরোজা বেগম। সভাপতিত্ব করেন, স্থানীয় সরকার পরিচালক দেবজিৎ সিনহা।
কর্মশালায় ভিডিওচিত্র প্রদর্শনীর মাধ্যমে বাল্যবিয়ের কুফল, বাল্যবিয়ের বিরুদ্ধে সরকারের অবস্থান ও সংশ্লিষ্ট সবার দায়িত্ব তুলে ধরা হয়।
প্রধান অতিথি জেলা প্রশাসক রাহাত আনোয়ার, অপ্রাপ্ত বয়স্কদের মধ্যে যাতে বিয়ে না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে কাজীদেরকে নির্দেশ দেন।
Leave a Reply