সিলেট সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট সালেহ আহমেদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে এই মিছিল অনুষ্ঠিত হয়।
পরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সদস্য আব্দুল মুকিত। বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল আলিম বাবু, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সুরুজ আলম, ডহর জামে মসজিদের মোতায়াল্লি আমিনুর রশিদ, ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল করিম, মুরব্বি মখলিছুর রহমান, কলাপাড়া জামে মসজিদের মোতায়াল্লি শফিকুর রহমান, অর্থ সম্পাদক কামরুল ইসলাম, জাবেদ মেম্মার, আব্দুল মতিন ও কানিশাইল জামে মসজিদের মোতায়াল্লি আব্দুল গফুর আব্বাস।
আবুল কালাম আজাদের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুল হাকিম, মুরব্বি সাদিকুর রহমান, সাহাব উদ্দিন, আলেক মিয়া, ডহর জামে মসজিদের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সমাজসেবক সাইদুর রহমান, লায়েছ মিয়া, আব্দুর রব, শেখ মঈন উদ্দিন, সাইদুল ইসলাম, পাখি মিয়া, আব্দুর রকিব, রিয়াজ উদ্দিন বাদশা প্রমুখ।
Leave a Reply