নিজস্ব প্রতিবেদক : সিলেটে কলেজ ছাত্র মিছবাহ উদ্দিন হত্যা মামলার অভিযোগ গঠন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে কবির আহমদ, মোহাম্মদ রুমেন, রানা আহমদ ও রাব্বির বিরুদ্ধে এই অভিযোগ গঠন করা হয়।
এ সময় বাদি নিহত মিছবাহ উদ্দিনের মা নাজমা বেগম এবং অভিযোগপত্র ভুক্ত ৪ আসামির মধ্যে ৩ জন আদালতে উপস্থিত ছিল। অন্য আসামি পলাতক রয়েছে।
সিলেট মহানগরীর মজুমদারী এলাকার জার্মান প্রবাসী রহমত উল্লার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ একমাত্র ছেলে মিছবাহ উদ্দিন গত বছর ২৬ নভেম্বর সন্ধ্যার পর মহানগরীর জিন্দাবাজার এলাকায় খুন হয়। এ ঘটনায় পরদিন কোতয়ালি মডেল থানায় একজনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৬/৭ জনকে আসামি দিয়ে মামলা দায়ের করেন তার মা নাজমা বেগম। পুলিশ ঢাকা থেকে মামলার প্রধান আসামি কবির আহমদকে এবং সিলেট মহানগরী থেকে আরো দুই আসামি মোহাম্মদ রুমেন ও রানা আহমদকে গ্রেফতার করে; কিন্তু রাব্বি নামের অপর আসামি এখন পর্যন্ত গ্রেফতার হয়নি।
পুলিশ ২৭ এপ্রিল এই ৪ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
Leave a Reply