নিজস্ব প্রতিবেদক : সিলেটে ‘কর্মক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধীদের সংযুক্তকরণে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ এমপ্লোয়ার্স ফেডারেশন, বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক ও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের উদ্যোগে সোমবার বিকেলে মহানগরীর সোবহানিঘাটে একটি কমিউনিটি সেন্টারে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ড এ কে আব্দুল মোমেন।
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে সেনিনারে আরো বক্তব্য রাখেন, বিবিডিএনের কো-চেয়ারম্যান মোর্তেজা আর খান, বিইএফের সেক্রেটারি জেনারেল ফারুক আহমেদ, আইএলওর চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার কিশোর কুমার সিংহ, কনসালটেন্ট অ্যালবার্ট মোল্লা, সিলেট চেম্বার সহ সভাপতি মো এমদাদ হোসেন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ, নিউইয়র্কের জ্যেষ্ঠ সহ সভাপতি রানা ফেরদৌস চৌধুরী।
Leave a Reply