নিজস্ব প্রতিবেদক : সিলেটে ‘করোনা’ পরিস্থিতিতে দোকানপাট খুলছেনা। বন্ধ থাকবে পবিত্র ঈদুল ফিতরের দিন পর্যন্ত। পরবর্তী সময়ে পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।
শুক্রবার বিকেলে নগর ভবনে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নওয়া হয়।
সভায় সিলেট মহানগরীর বিভিন্ন শপিংমল, বিপণি বিতান ও সাধারণ ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এ টি এম শোয়েব, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রথম সহ সভাপতি শফিউল আলম চৌধুরী নাদেল ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হক।
Leave a Reply