নিজস্ব প্রতিবেদক : সিলেটে করোনা টিকা গ্রহণে সর্বস্তরের মানুষের মধ্যে আগ্রহ বৃদ্ধি পাওয়ায় দ্রুত হারে গ্রহীতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি করোনা টিকা প্রয়োগ শুরুর প্রথমদিন জেলায় করোনা টিকা গ্রহণ করেছিলেন ৯৪৮ জন। দ্বিতীয় দিনে গ্রহণ করেন ১ হাজার ৭৪৮ জন। তৃতীয় দিন এ সংখ্যা দাঁড়ায় ২ হাজার ৯৬৪। চতুর্থ দিনে এ সংখ্যা পৌঁছে ৪ হাজার ৭৫৭-এ। বৃহস্পতিবার অর্থাৎ পঞ্চম দিনে টিকা নেন ৫ হাজার ৫৪৮ জন। সব মিলিয়ে টিকা গ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৬৫ জনে। শুক্রবার সাপ্তাহিক সরকারি ছুটি থাকায় টিকাদান কার্যক্রম বন্ধ ছিল।
Leave a Reply