দীপ্র আসিফুল হাই : সিলেটে মহামারি করোনা আরো ৮ জন মারা গেলেন। বৃহস্পতিপারের চেয়ে এ সংখ্যা দ্বিগুণ। একইভাবে নমুনা পরীক্ষা এবং শনাক্তও বেড়ে গেছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৩৮৪ জনের, যা বুধবারে শনাক্তের চেয়ে ২০৯ জন বেশি। বেড়েছে শনাক্তের হার। এ ক্ষেত্রে হবিগঞ্জ জেলা শীর্ষে রয়েছে।
সিলেট বিভাগে ৯৩৫টি নমুনা পরীক্ষা হয়। জেলা ভিত্তিক এই সংখ্যা হলো, সিলেটে ৫১৮, সুনামগঞ্জে ৫৬, মৌলভীবাজাওে ২৯৭ ও হবিগঞ্জে ৬৪। এরমধ্যে সিলেটে ২০০ জন, সুনামগঞ্জে ৩৬, মৌলভীবাজারে ১০৬ জন ও হবিগঞ্জে ৪২ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
এই হিসেবে বিভাগে গড় শনাক্তের শতকরা হার বেড়ে হয়েছে ৪১ দশমিক ০৭। আগের দিন ছিল ২৫ দশমিক ৪৪। সর্বশষ জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ৩৮ দশমিক ৬১, সুনামগঞ্জে ৬৪ দশমিক ২৯, মৌলভীবাজারে ৩৫ দশমিক ৬৯ ও হবিগঞ্জে ৬৫ দশমিক ৬৩, যেখানে আগের দিন ছিল ১৮ দশমিক ৭৭।
এই সময়ে মৃত্যু হয়েছে ৮ জনের। সবাই সিলেট জেলায় মারা গেছেন। আগের দিন ৪ জন মারা যান।
অন্যদিকে সুস্থ হয়েছেন, সিলেট জেলায় ২০০ জন, মৌলভীবাজার জেলায় ৪৭ জন ও হবিগঞ্জ জেলায় ৫ মিলিয়ে ২৫২ জন। আগের দিন ১৮১ জন সুস্থ হয়েছিলেন।
Leave a Reply