নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে আরো ৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন একজন। তবে ৬২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা সুলতানা রাজিয়া স্বাক্ষরিত করোনা সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
করোনায় সিলেট বিভাগে এ পর্যন্ত মারা গেলেন ৪২ জন। আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ২২১। এর মধ্যে রয়েছে, সিলেট জেলায় ১৫ হাজার ২৫৮ জন, সুনামগঞ্জ জেলায় ২ হাজার ৮৪৭ জন, মৌলভীবাজার জেলায় ২ হাজার ৫৮৪ জন ও হবিগঞ্জ জেলায় ২ হাজার ৫৩২ জন।
নতুন করে আক্রান্তদের মধ্যে ৪০ জনই সিলেট জেলার। অন্য তিন জেলায় আক্রান্তের সংখ্যা হলো, সুনামগঞ্জে ৪, মৌলভীবাজারে ১১ ও হবিগঞ্জে ৬। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।
একইদিনে সুস্থ হওয়া ব্যক্তিদেওরমধ্যে ৫৫ জন সিলেট জেলার ও ৭ জন সুনামগঞ্জ জেলার অধিবাসী। এনিয়ে পুরো বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৭৭৯। এর মধ্যে রয়েছে, সিলেট জেলায় ১৪ হাজার ৬১৪ জন, সুনামগঞ্জ জেলায় ২ হাজার ৭৪২ জন, মৌলভীবাজার জেলায় ২ হাজার ৩৪৩ জন ও হবিগঞ্জ জেলায় ২ হাজার ৮০ জন।
মারা যাওয়া ব্যক্তি বাড়ি সিলেট জেলায়। এনিয়ে বিভাগে মারা গেলেন ৪২৫ জন। এর মধ্যে রয়েছে, সিলেট জেলার ৩৪৭ জন, সুনামগঞ্জ জেলায় ৩০ জন, মৌলভীবাজার জেলা ৩০ জন ও হবিগঞ্জে ১৮ জন।
বর্তমানে বিভাগের চার জেলায় ২৩৬ জন করোনারোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে সিলেটে ২০৩ জন, সুনামগঞ্জে ২ জন, মৌলভীবাজারে ২৫ জন ও হবিগঞ্জে ৬ জন চিকিৎসাধীন। এছাড়া ৩৮ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
Leave a Reply