নিজস্ব প্রতিবেদক : সিলেটে করোনা সনদ দিয়ে প্রতারণার অভিযোগে এ এইচ এম শাহ আলম সাগর নামের এক ডাক্তারের ১ লাখ টাকা জরিমানা ও ৪ মাসের কারাদণ্ড হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন-৯ এর ভ্রাম্যমাণ আদালত বিদেশগামীদের করোনার ভূয়া সনদ দেওয়ার অভিযোগে এই ডাক্তারকে জরিমানা করে ও কারাদণ্ড দেয়।
র্যাব-৯ রবিবার দুপুরে ডা এ এইচ এম শাহ আলম সাগরকে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সন্ধ্যায় তাকে নিয়ে যায় মহানগরীর কাজলশাহ এলাকায় মেডিনোভা মেডিকেল সার্ভিসে তার চেম্বারে। সেখানে ভূয়া করোনা সনদ দেওয়ার প্রমাণ পাওয়া যায়। তিনি নিজেও করোনা পজিটিভ বলে জানা গেছে। তবু নিয়মিত রোগী দেখছিলেন।
র্যাব-৯ কর্মকর্তারা জানান, ডা এ এইচ এম শাহ আলম সাগর ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালের চিকিৎসক না হয়েও নিজের প্যাডে সেখানকার ‘মেডিকেল অফিসার’ পদবী ব্যবহার করেন।
তিনি ৪ হাজার থেকে ৫ হাজার টাকার বিনিময়ে বিদেশযাত্রীদের না দেখেই ‘কোভিড-১৯ এর কোন লক্ষণ নেই’ বলে সনদপত্র দিতেন। তবে শেষপর্যন্ত কতজনকে এই সনদ দিয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে, ভূয়া করোনা নেগেটিভ সার্টিফিকেট দেওয়া ও মিথ্যা পদবী ব্যবহার করার অপরাধে ডা এ এইচ এম শাহ আলম সাগরকে জরিমানা করেন ও কারাদণ্ড দেয়।
Leave a Reply