নিজস্ব প্রতিবেদক : ‘করোনা’ বিপর্যয়কালে দায়িত্ব পালন করতে গিয়ে ভয়ংকর এ ভাইরাসে সিলেটে আক্রান্ত সম্মুখযোদ্ধা ৯৫ জন পুলিশ সদস্যের মধ্যে ৫৯ জন সুস্থ হয়ে উঠেছেন।
এই পুলিশ সদস্যদেরকে বুধবার বিকেলে জেলা পুলিশ লাইনসে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে ‘করোনা’ যুদ্ধে জয়ী এই পুলিশ সদস্যদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ ও পুলিশ সুপার ফরিদ উদ্দিন।
এসময় পুলিশ সুপার জানান, সুস্থ হয়ে উঠা পুলিশ সদস্যদের নিকট থেকে প্লাজমা সংগ্রহ করে ‘প্লাজমা ব্যাংক’ গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এসময় সিলেট জেলার বিভিন্ন থানার জন্য সুরক্ষা প্রদান করা হয়।
Leave a Reply