নিজস্ব প্রতিবেদক : চাকরি জাতীয়করণের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে পঞ্চম দিনে সিলেটে কমিউনিটি ক্লিনিক কর্মীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বাংলাদেশ কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের ডাকে দেশব্যাপী এই কর্মসূচি পালিত হচ্ছে।
সিলেটে সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে সংগঠনের জেলা সভাপতি আশরাফুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, হান্নান সিদ্দিকী, সাইফুল আলম রোকন, দেলোয়ার হোসেন, জামিল আহমেদ, রাজন আহমদ, সৈয়দ হাবিবুল হক, নজরুল ইসলাম, আবু কাউসার, জায়েদ আহমদ, মুজাহিদ আলী প্রমুখ।
Leave a Reply