কবিতা পাঠের মধ্য দিয়ে সিলেটে কবি-সব্যসাচী সৈয়দ শামসুল হককে স্মরণ করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সুরমাতীরে শারদা স্মৃতি ভবনের পাশে সম্মিলিত নাট্য পরিষদের মহড়া কক্ষে কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। সহযোগিতায় ছিল উর্বশী আবৃত্তি পরিষদ, শ্রুতি সিলেট, মাভৈ: আবৃত্তি সংসদ, মৃত্তিকায় মহাকাল ও কথন আবৃত্তি সংসদ।
স্মরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল-আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সরকার সোহেল রানা, নাট্যজন বাবুল আহমদ, ছড়াকার বিধুভূষণ ভট্টাাচার্য, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত ও লোক গবেষক সুমন কুমার দাস। অনুষ্ঠান পরিচালনা করেন সৈয়দ সাইমুম আনজুম ইভান।
কবিতা পাঠের শুরুতেই দলীয় পরিবেশনা করে মাভৈ: আবৃত্তি সংসদ, শাবিপ্রবি। একক আবৃত্তি করেন সাইমুম আনজুম ইভান ও আবু বকর আল আমিন।
Leave a Reply