নিজস্ব প্রতিবেদক : সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলা জমে উঠেছে। শাহী ইদগা সদর উপজেলা খেলার মাঠে চতুর্থবারের মতো এর আয়োজন করেছে, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। দেশী-বিদেশী ২৩২টি প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে।
কনকনে শীত উপেক্ষা করে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রতিদিন ঢল নামছে নানা বয়সের মানুষের। ভিড় করছেন ক্রেতা-দর্শনার্থী হয়ে। দেখছেন-করছেন কেনাকাট। ব্যবস্থাপনা, নিরাপত্তা ও পণ্যের মূল্য নিয়ে সন্তুষ্ট সবাই। খেলাধুলার পর্যাপ্ত ব্যবস্থা থাকায় শিশুরাও সেখানে আনন্দে সময় কাটাতে পারছে।
প্রথমদিকে ক্রেতাসংখ্যা তেমন না হলেও যতই দিন যাচ্ছে ততই এ সংখ্যা বাড়ছে। এতে খুশি অংশগ্রহণকারী ব্যবসায়ীরা। জানালেন, আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজনে হাতে যথেষ্ট সময় রাখা প্রয়োজন, যাতে অংশগ্রহণকারীরা ভাল করে প্রস্তুতি নিতে পারেন।
Leave a Reply