সাংস্কৃতিক প্রতিবেদক : সিলেটে এবারও সম্মিলিত নাট্য পরিষদ কথায়, গানে ও নৃত্যে পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানালো।
এ উপলক্ষে যথারীতি শনিবার, ৩০ চৈত্র (১৩ এপ্রিল) সূর্যাস্তকালে মহানগরীর ঐতিহাসিক চাঁদনীঘাটের সিঁড়িতে `বিদায় ১৪৩০ স্বাগতম ১৪৩১’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সভাপতিত্ব করেন সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুশতাক আহমদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, কোতয়ালি মডেল থানার ওসি মঈন উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল আজাদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল ও সম্মিলিত নাট্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শামসুল বাসিত শেরো।
প্রধান অতিথি সিসিক মেয়র বলেন, পুরনো সকল ব্যর্থতা ও গ্লানি মুছে ফেলে নতুন উদ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার পথে যাত্রাকে বেগবান করতে হবে।
তিনি আবর্জনামুক্ত সবুজ স্মার্ট সিলেট গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।
উদ্বোধক জেলা প্রশাসক সিলেটে ব্যতিক্রমী এ আয়োজনের প্রশংসা করে বলেন, সুখ ও সমৃদ্ধির বার্তা নিয়ে নতুন বছর আসছে।
পরে নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়।
Leave a Reply