সিলেট মহানগরীর কাজলশাহ এলাকায় অভিযান চালিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন-র্যাব ৯-এর ভ্রাম্যমাণ আদালত দুটি ফার্মেসি থেকে দেড়লাখ টাকা জরিমানা আদায় করেছে।
র্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে এএসপি কামরুজ্জামান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিলের সমন্বয়ে বৃহস্পতিবার দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মজুদ ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হেনা ফার্মেসি থেকে নগদ ১ লাখ টাকা ও সুমাইয়া ফার্মেসি থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
Leave a Reply