সিলেট জেলা ও মহানগর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস পালন করেছে।
এ উপলক্ষে সোমবার দুপুরে মহানগরীর রেজিস্ট্রারি মাঠে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, জেলা ও মহানগর বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি, অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন ও সারাদেশে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। এসময় নেতাকর্মীরা কালোব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন করেন।
এছাড়াও বাম গণতান্ত্রিক জোট মহানগরীতে কালোপতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে।
মৌলভীবাজার প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদের বর্ষপূর্তিকে গণতন্ত্র হত্যা দিবস আখ্যায়িত করে মৌলভীবাজার জেলা বিএনপি শহরে বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার দুপুরে মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এসময় বিএনপির নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মাতুক, এম এ মুকিত, বকসী মিছবা উর রহমান ও আশিক মোশারফ।
Leave a Reply