নিজস্ব প্রতিবেদক : সিলেটে দেশের অন্যতম ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়েস্টার ফার্মাসিটিক্যালের প্রথম বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার মহানগরীর জিন্দাবাজারে একটি অভিজাত হোটেলে দিনব্যাপী এই বিক্রয় সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের পরিচালক ও অংশীদারগণ সহ সংশ্লিষ্ট অন্য সবাই উপস্থিত ছিলেন।
সকালে বিক্রয় সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন, ওয়েস্টার ফার্মাসিটিক্যালের চেয়ারম্যান সারোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর রেজাউল হাসান কয়েছ লোদী, ফাইন্যান্স ডিরেক্টর ফারুক আহমদ চৌধুরী এবং ডিরেক্টর আব্দুল হাফিজ ও ডা ইনাম আহমদ চৌধুরী। পরিচালনায় ছিলেন, জেনারেল ম্যানেজার হুমায়ুন কবির।
Leave a Reply